পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠনঃ

0
2043
নব গঠিত কমিটিতে নামের তালিকা

পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠনঃ
পঞ্চগড় জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এই সংগঠনটি প্রায় দুই বছর যাবৎ দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী টেক্সটাইল সেক্টরে এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজে ভূমিকা রেখে আসছে।
গত ৩১শে মে রোজ-বৃহস্পতিবার সংগঠনটির উদ্দ্যোগে ঢাকার বার-বি-কিউ টু নাইট রেস্টুরেন্টে- ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস & টেকনোলজিস্ট (আইটিইটি),বাংলাদেশ এর সাধারন সম্পাদক, ইঞ্জি. মো: শাখাওয়াত হোসাঈন তালুকদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোরনী গ্রুপের ম্যানেজার (নিটিং) এবং পিটিইএ এর সম্মানিত উপদেষ্টা ইঞ্জি. মাসুম মাশরাফি যুক্তি,

নব গঠিত কমিটিতে নামের তালিকা

পলমল গ্রুপের ম্যানেজার (নিটিং বিভাগ), পিটিইএ এর সম্মানিত উপদেষ্টা ইঞ্জি. মোঃ ইরশাদ আলী
এবং ব্যবসায়ী(আর.এম.জি) জনাব মোঃ শুভ প্রধান।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কালার টেক্স. লি. এর ডিরেক্টর এবং পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন(পিটিইএ) এর উপদেষ্টা ইঞ্জি. জনাব মোঃ আইনুল হক।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুসাকা গ্রুপের অপারেশনস ডিরেক্টর এবং পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন (পিটিইএ) এর প্রধান-উপদেষ্টা ইঞ্জি. জনাব মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী পিটার্স।

সংগঠনের সকল উপদেষ্টা মণ্ডলী’র উপস্থিতিতে এবং সকল সদস্যদের পরামর্শের মাধ্যমে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে যারা আছেনঃ
সভাপতিঃ ইঞ্জি. মোঃ সাফিউল আলম সৌরভ
সহ-সভাপতিঃ ইঞ্জি. আরিফুজ্জামান প্রধান আরিফ
সহ-সভাপতিঃ ইঞ্জি.মোঃ আরিফুর রহমান রাশেদ
সাধারণ সম্পাদকঃ মোঃ নাজমুল হাসান
সিনিয়র যুগ্ম সম্পাদকঃ ইঞ্জি. মোঃ সুমন ইসলাম
যুগ্ম সম্পাদকঃ সামসেদ হাসান পাপ্পু
সাংগঠনিক সম্পাদকঃ মমতাজুল ইসলাম সবুজ
সহ-সাংগঠনিক সম্পাদকঃ লিয়ন প্রধান
অর্থ সম্পাদকঃ তকি তাহমিদ
তথ্য ও প্রযুক্তি সম্পাদকঃ মোঃ সুলতান মাহমুদ
সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদকঃ বিদুশ রায়
প্রচার সম্পাদকঃ সৌরভ রায়
সহ-প্রচার সম্পাদক- জুলফিকার প্রধান
দপ্তর সম্পাদকঃ – সেলিম রহমান
সহকারী দপ্তর সম্পাদকঃ তানভির তপু
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ রাকিবুল ইসলাম রাকিব।

Facebook Comments