প্রসঙ্গঃ আন্তঃনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটির দিনাজপুরে যাত্রা বিরতি (পঞ্চগড়-ঢাকা রুট)।

0
5714

আন্তঃনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি দিনাজপুর জেলা শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন দুটি বাহন।

এ দুটি ট্রেন দিনাজপুর থেকে অসংখ্য যাত্রী নিয়ে প্রতিদিন যাতায়াত করে। সম্প্রতি ট্রেন দুটি পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় আমরা পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা বাংলাদেশ রেলওয়ের প্রতি সাধুবাদ জানাই।

আমরা পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠন আন্তঃনগর ট্রেনের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি, যার ফলশ্রুতিতে আমাদের অধিকার আদায় হয়েছে।

তবে, ট্রেন দুটির রুট বর্ধিত করার  প্রক্রিয়ায় জানা যায়, দিনাজপুরে ট্রেন দুটির যাত্রা বিরতি রাখা হয়েছে মাত্র ৫ মিনিট!

যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

এত অল্প সময়ে যাত্রী ওঠা নামা করা সহজ হবে বলে মনে হয়না৷ যেহেতু ট্রেন দুটির  উৎপত্তিস্থল দিনাজপুর, তাই দিনাজপুরের মানুষের কথা চিন্তা করে যাত্রা বিরতির সময়টি ৫ মিনিট থেকে বাড়িয়ে কমপক্ষে ১০ মিনিট করার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।

উল্লেখ্য, ট্রেন দুটির রুট পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করায় ফেসবুকে রেল ভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে!

যা মোটেও কাম্য নয়।

-বাংলাদেশ রেলওয়ে বেনেভলেন্ট অব নর্থ বেঙ্গল

 

Facebook Comments