বায়োটয়লেট সুবিধা নিয়ে আসছে পঞ্চগড়ের নতুন ট্রেন

0
2097
ছবিঃ দ্রুতযান (আবদুল্লাহ আল মারুফ)

আব্দুল্লাহ আল মারুফঃ ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রেলপথে স্বল্পবিরতির একটি ট্রেন চালু হতে যাচ্ছে। আগামী ২৬ মে এই ট্রেনটি উদ্বোধন করা হবে।

ট্রেনটির আসন বিন্যাস পঞ্চগড় ৩০%, ঠাকুরগাঁও ২৫%, দিনাজপুর ৩০%, পার্বতীপুর ১৫% এভাবে বরাদ্দ হতে পারে বলে বিশ্বস্তসূত্রে জানা যায়।

তবে ট্রেনটির নাম এখনও ঠিক করা হয়নি। নাম ঠিক করবেন প্রধানমন্ত্রী নিজে। ট্রেনটির সম্ভাব্য নাম হতে পারে
হিমালয় এক্সপ্রেস
পঞ্চগড় এক্সপ্রেস
বাংলাবান্ধা এক্সপ্রেস

ট্রেনটিতে সংযুক্ত রয়েছে উড়োজাহাজের মতো বায়োটয়লেট। এ কারণে মলমূত্র আর রেললাইনের ওপরে ছড়াবে না। ট্রেনটিতে থাকছে রিক্লেনার চেয়ার। আছে ওয়াই–ফাই সুবিধা। প্রতিটি বগিতে রয়েছে এলইডি ডিসপ্লে। যার মাধ্যমে স্টেশন ও ভ্রমণের তথ্য প্রদর্শন করা হবে।

বিরতিহীন এই ট্রেন ঢাকা থেকে বিরতিহীনভাবে চলে পার্বতীপুর সহ মোট তিনটি স্টেশনে থেমে পঞ্চগড় পৌঁছাবে। তিনটি স্টেশ হলঃ পার্বতীপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও।

পঞ্চগড় থেকে ছাড়বে সকাল ০৮ঃ৩০ মিনিটে। পার্বতীপুরে ১১ঃ০০ টায় পৌঁছে ছাড়বে ১১ঃ১০ মিনিটে। ঢাকায় পৌঁছাবে ১৮ঃ১০ মিনিটে

আবার ঢাকায় থেকে ছাড়বে রাত ৮ঃ০০ টায়। পার্বতীপুরে পৌঁছাবে ২ঃ৫৫ মিনিটে
পার্বতীপুর থেকে ছাড়বে ৩ঃ১০ মিনিটে এবং পঞ্চগড়ে পৌঁছাবে ভোর ৫ঃ৪০ মিনিটে।

ছবিঃ দ্রুতযান (আবদুল্লাহ আল মারুফ)

 

Facebook Comments