ডেস্ক রিপোর্টঃ গত ২ সেপ্টেম্বর ২০১৮ রংপুর সিও বাজার এলাকায় মুখোমুখি বাস সংঘর্ষে হতাহত সকলের ক্ষতিপূরণ অাদায় ও পিতৃ-মাতৃহীন কলেজছাত্র অাশরাফুল এর চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ অাদায় সহ ন্যায় বিচার এর জন্য সম্পূর্ণ বিনাখরচে অাইনি লড়াই করতে ইচ্ছা পোষণ করেছেন পঞ্চগড় জেলা জজ কোর্টের সিনিয়র এডভোকেট একেএম আনারুল খায়ের।
এজন্য রংপুর সিও বাজারে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের নাম, পরিচয়, ঠিকানা এবং ঘটনার বিবরণ প্রয়োজন ৷ সেই সাথে দূর্ঘটনায় সংঘটিত বাসের মালিক, চালক, বিআরটিসি বাসের ইজারাদারের বিস্তারিত বিবরণীর প্রয়োজন।
এসব তথ্য চেয়ে তিনি সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও সুধীমহলের সহযোগিতা চেয়েছেন।
তিনি ইতিপূর্বে “দূর্বা তহবিল” থেকে আশরাফুলের সহপাঠীদের হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছেন।
উল্লেখ্য, ঐ দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু ও ৪০ জন গুরুতর আহত হয়েছিল। গুরুতর আহত আশরাফুলের ডান পা কেটে ফেলতে হয়েছে।