লুডু খেলায় ব্যস্ত গেটম্যান, অল্পের জন্য রক্ষা পেল ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেন

0
849

লুডু খেলায় ব্যস্ত গেটম্যান, অল্পের জন্য রক্ষা পেল ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেন

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন থেকে শুক্রবার (১২ মে) দুপুর ১২টা ৭ মিনিট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঘোড়াঘাট রেলক্রসিং থেকে ৩০০ গজ উত্তরে ট্রেনটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অতিক্রম করার আগে চালক ঘনঘন হুইসেল দিতে থাকেন। তখন ওই এলাকার গেটম্যান সাইফুজ্জামান লুডু খেলায় ব্যস্ত! ফলে রেলক্রসিংয়ের দুপাশের ব্যারিয়ার নামাতে পারেননি।

ব্যস্ত মহাসড়কে ওই সময়ে দ্রুত গতিতে চলছিল বাস, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশা। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ট্রেন আসছে… ট্রেন আসছে.. বলে চিৎকার দিতে থাকেন। ক্রসিং থেকে আনুমানিক ২০০ গজ দূরে ট্রেনের ব্রেক চাপেন চালক মেহেদী হাসান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান ট্রেন যাত্রী ও সড়কের দুই পাশের দ্রুতগামী গাড়িসহ পথচারীরা। শুক্রবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

Facebook Comments