সঞ্জীবনি প্রেম কথা বলে (১)
জিনিফা ইফাত
হ্যালো সঞ্জীবনি,
তুমি কেমন আছো?
উত্তরে বলে আমি ভালো আছি,
আমায় বলে তুমি কেমন আছো?
আমি বলি বেশ ভালো আছি,
সঞ্জীবনি বললো কি করছো?
বললাম তেমন কিছু না?
এটা বলায় বলে বলো দেখি
ভারী পানির সংকেত!
আমি ভেবে বলি DHO2
ভুল বলছি,
সে বলল এত হয় বুঝি?
আমি একটু ক্রু হেসে বলি তো কি হয় শুনি?
বললো D20..
আচ্ছা, একটু লম্বা শ্বাস টেনে নেই?
তখন সে বলল একটা কবিতা বলতো দেখি, তখন আমি মজার টানে বলি,
কবিতা বুঝি প্রেমিকার নাম?
বলে আরে নাহ্!
তো কি?
কথা বলতে বলতে এক সময়
কখন যে মিশে গেলাম প্রেমের নেশায়,
সে ও বুঝল না, স্বল্প তার পাওয়া,
পূর্ণতা এনে দিলো এ জনমে !
শুধু সময় চলে গেলো আর সঞ্জীবনি ও থাকলো না, ঘুমের ঘোরে আবার স্বপ্ন দেখে যখন রাত কেটে দিন হবে সব ভুলে যাবে, এটাই নিয়তির পরম খেলা।
সঞ্জীবনি তুমি আমার কল্পনা প্রেমী হয়ে থাকলে এ জনমে।
Facebook Comments