৩০ একর জমিতে ধান রোপণ করার মতো বীজচারা সরবরাহ

0
483

৩০ একর জমিতে ধান রোপণ করার মতো বীজচারা সরবরাহ।

পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা‘র আয়োজনে ২২ সেপ্টেম্বর ২০২৪, বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মকান্ডে সহযোগিতার জন্য ফেনী জেলার সোনাগাজী উপজেলার বিলুয়া, গোবিন্দপুর ও কুটিরহাট গ্রাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ, মাইজদীর উত্তর ওয়াপদা পাড়া ও সুবর্ণচরে বন্যা কবলিত অসহায় কৃষকদের মাঝে আমন ধানের বিনা ১৭ জাত বীজ চারা বিতরণ করা হয়।

পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা’র সম্মানিত সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. আব্দুর রহমান এবং জেলা সমিতির কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. আব্বাস আলী ধান বীজ চারা বিতরণ অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসব এলাকার কৃষকেরা তাদের বিপদের সময়ে ধান বীজ চারা পেয়ে অত্যন্ত আনন্দিত। উপস্থিত কৃষকরা এই মানবিক সহযোগিতার জন্য পঞ্চগড় জেলা সমিতি, ঢাকাকে আন্তরিক ধন্যবাদ জানান। বীজচারা উৎপাদনে সার্বিক সহযোগিতা করেন কৃষিবিদ আব্দুল ওয়াহাব, কটন এগ্রোনমিস্ট, তুলা গবেষণা খামার, তুলা উন্নয়ন বোর্ড, শ্রীপুর, গাজীপুর।

পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা এর পক্ষ থেকে ৩০ একর জমিতে ধান রোপন করার মতো বীজচারা সরবরাহ করা হয়।

Facebook Comments