দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেতে যাচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের পর সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের সার্বিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যেই আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত হবে সৈয়দপুর বিমানবন্দর।
গত কয়েক বছর ধরেই নেপাল ও ভুটান সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়ে আসছে । ২০২০ সালেই বাংলাদেশ ও নেপালের কর্মকর্তারা এ আকাশপথের বিষয়ে নীতিগতভাবে একমতও হয়েছেন। আর এরই ধারাবাহিকতায় শীঘ্রই হয়তো সৈয়পুরের ও নেপালের বিরাটনগড়ের মাঝে চালু হতে যাচ্ছে বিমান চলাচল।
ছবিঃ ইশতিয়াক আহমেদ।
Facebook Comments