৬৮ দিন পরে চালু হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস

0
1658

৬৮ দিন পরে চালু হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস

কবির হোসেনঃ বিশ্বব্যাপী ‘করোনা’ ভাইরাসের প্রাদুর্ভাবের ধারাবাহিকতায় বাংলাদেশেও সংক্রমন শুরু হয়েছিলো। সংক্রমন এড়াতে মানুষের চলাচল রোধ করতে  গত ২৫ মার্চ ২০২০ থেকে বন্ধ করা হয় সকল ট্রেন। গতকাল ২৭শে মে ২০২০ তারিখে জনপ্রসাশন প্রতিমন্ত্রী এক বিজ্ঞপ্তিতে জানান আগামী ৩১ মে থেকে সীমিত আকারে চালু হবে গণপরিবহন। আজ ২৮ মে এ নিয়ে রেলভবনে মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এক জরুরী বৈঠকে কোন রুটে কি কি ট্রেন চলবে তা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে জানানো হয় শুধুমাত্র আন্তঃনগর ট্রেন চালানো হবে এবং ঢাকার সাথে যোগাযোগকারী ৮ টি ট্রেনের নাম উল্লেখ করা হয় যার মধ্যে উত্তরবঙ্গ থেকে স্থান পায় “পঞ্চগড় এক্সপ্রেস”। ট্রেনটি ৩১মে ২০২০ তারিখে দুপুর ১২:২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং দীর্ঘ ৬৮ দিন পরে পঞ্চগড় এক্সপ্রেসের মাধ্যমে উত্তরবঙ্গে ট্রেনের চাকা সচল হচ্ছে।

উল্লেখ্য , ট্রেনে ৫০-৭০% এর বেশি টিকেট বিক্রয় করা হবেনা, এবং প্রাথমিক ভাবে পঞ্চগড় এক্সপ্রেসের ৫০% টিকেট বিক্রয় করা হবে সুতরাং একটি সিট পর পর টিকেট বিক্রয় করা হবে এবং সকল টিকেট কাউন্টারের পরিবর্তে অনলাইনে বিক্রয় করা হবে। সাথে কঠোরভাবে স্বাস্থ্যবিধি  মেনে চলতে হবে এবং কেউ তা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাননীয় রেলমন্ত্রী মহোদয়।

ছবিঃ কৃষিবিদ কবির হোসেন।

Facebook Comments