সামাজিক ব্যাধিগুলোকে লালকার্ড দেখালো দশমাইল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা

0
1138

সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “পঞ্চগড়বাসী”র লাল কার্ড প্রদর্শন

পঞ্চগড় প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইনঃ পঞ্চগড়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “পঞ্চগড়বাসী” নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাদক, দুর্নীতি, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচী ও শপথ বাক্য পাঠ করান।

সংগঠনের উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে উল্লেখিত অসামাজিক কাজের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শন করানো হয়। সম্মিলিত ভাবে শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সহ কারী-শিক্ষক মোঃ সেকান্দার আলী, মৌলবী শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, সহ “পঞ্চগড়বাসী” সংগঠনের সংগঠক মোঃ আনিছুর রহমান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রাব্বী ইমন প্রমুখ।

আরেক সংগঠক আনিছুর রহমান বলেন, মাদক, দুর্নীতি, যৌতুক, বাল্য বিবাহ, জুয়া ও ইভটিজিং এগুলো সামাজিক ব্যাধি। মারাত্মক এই ব্যাধি সম্পর্কে সমাজকে সচেতন করার লক্ষ্যে আমাদের সংগঠন পঞ্চগড় জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচী বাস্তবায়ন করে যাবে।

Facebook Comments