জোনাকের নতুন দুটি শিশুতোষ বিজ্ঞানের গল্পের বই আলো ছড়াচ্ছে বই মেলায়

0
1497

অমর একুশে বইমেলা ২০১৯ এ শাহ জালাল জোনাক এর নতুন শিশুতোষ বিজ্ঞানের গল্পের বই ‘পরিবেশ ও জলবায়ুর গল্প’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অধ্যয়ন প্রকাশনী। গ্রন্হমেলায় বইটি তাম্রলিপির ১৪ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।
আপনার পরিচিত ছোটদেরকে বইটি উপহার দিতে পারেন। গল্পে গল্পে বিজ্ঞানসহ অনেককিছু জানার আছে এই বইয়ে। বিজ্ঞান মনষ্ক এক অপ্রতিরোধ্য জাতি গড়ার প্রত্যয়ে রচিত এই বই।

এ ছাড়াও নতুন শিশুতোষ বিজ্ঞানের গল্পের বই ‘শব্দের গল্প’। এই বইটিও প্রকাশ করেছে অধ্যয়ন প্রকাশনী। গ্রন্হমেলায় বইটি তাম্রলিপির ১৪ নং প্যাভিলিয়নেই পাওয়া যাচ্ছে।

এছাড়া লেখকের অন্যান্য সব বইও তাম্রলিপির ১৪ নং প্যাভিলিয়নে পেয়ে যাবেন।

লেখক বর্তমানে রাশিয়ার মস্কোতে বাওমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রকেট সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করছেন।

Facebook Comments